তিনি সানন্দ/আনন্দিত চিত্তে সম্মতি দিলেন।
Data added successfully.
লেখাপড়ায় তার মনোযোগ নেয়।
তার দেহ আপাদমস্তক আবৃত ছিল।
মাছের মায়ের কান্না বাগধারার অর্থ মিথ্যাশোক।
কান পাতলা অর্থ যে সব বিশ্বাস করে >সে একজন কান পাতলা মানুষ তাকে সব কথা বলতে নেই।
কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুর্দিন বা দুঃখের সূত্রপাত।
বাক্য: চাকরি চলে যাওয়ায় তার জীবনে কলির সন্ধ্যা নেমে এসেছে।
চম্পট দেওয়া
অর্থ: উপযুক্ত মিলন
মিছরির ছুরি বাগধারাটির অর্থ হল মুখে মধু অন্তরে বিষ। বাক্য: সে মিছরির ছুরি দিয়ে অনেকের সাথে প্রতারণা করেছে।
মাকাল ফল বাগধারাটির অর্থ হল অন্তঃসারশূন্য।
জিলিপির প্যাঁচ বাগধারাটির অর্থ হলো কুটিল বুদ্ধি।
'তীর্থের কাক' বাগধারার অর্থ প্রতীক্ষাকারী।
তুলকালাম কান্ড বাগাধারার অর্থ তুমুল ঝগড়া বা প্রচণ্ড গোলমাল
উনি হচ্ছেন গভীর জলের মাছ উনাকে বাগে পাওয়া পাওয়া সহজ নয়।
ঘরে বসে আকাশ কুসুম কল্পনা করলে কিছু হবে না – চাই পরিশ্রম আর নিষ্ঠা ।