121 . হীন চরিত্রবান লোক পশ্বাধম। (বাক্যটি শুদ্ধ করে লিখুন)

  • হীন চরিত্রবান লোক পশ্বাধম।

    = চরিত্রহীন লোক পশ্বাধম।

View Answer Discuss in Forum Workspace Report

122 . শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। (বাক্যটি শুদ্ধ করে লিখুন)

  • শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। 

    = অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।

View Answer Discuss in Forum Workspace Report

123 . পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা। (বাক্যটি শুদ্ধ করে লিখুন)

  • পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।

    = পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা।

View Answer Discuss in Forum Workspace Report

124 . অঙ্গে আঁচল সুনীল বরন, রুনুঝুনু রবে বাজে আভরণ। (কারক ও বিভক্তি নির্ণয় করুন)

  • অঙ্গে আঁচল সুনীল বরন, রুনুঝুনু রবে বাজে আভরণ। = অধিকরণে ৭মী
View Answer Discuss in Forum Workspace Report

125 . আমার যাওয়া হয়নি। (কারক ও বিভক্তি নির্ণয় করুন)

  • আমার যাওয়া হয়নি। =কর্তৃকারকে ৬ষ্ঠী
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

127 . রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। (কারক ও বিভক্তি নির্ণয় করুন)

  • রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। = কর্মে শূন্য
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

131 . আগরম বাগড়ম (অর্থসহ বাক্য রচনা করুন)

  • আগরম বাগড়ম (অর্থহীন কথা) আগরম বাগড়ম কথা না বলে কাজের কথা বল ব্যাটা।
View Answer Discuss in Forum Workspace Report

132 . বিন্দু বিসর্গ (অর্থসহ বাক্য রচনা করুন)

  • বিন্দু বিসর্গ (সামান্য) আমি এ ব্যপারে বিন্দু বিসর্গ ও জানি না।
View Answer Discuss in Forum Workspace Report

133 . অন্তর টিপুনি (অর্থসহ বাক্য রচনা করুন)

  • অন্তর টিপুনি (গোপন ব্যথা) নাইম এর অন্তর টিপুনির কথা তুমি কখন জানলে?
View Answer Discuss in Forum Workspace Report

134 . কচ্ছপের কামড় (অর্থসহ বাক্য রচনা করুন)

  • কচ্ছপের কামড় (নাছোড়বান্দা) রাজু স্যার ক্লাসে কচ্ছপের কামড়ের মতো সবার থেকে পড়া আদায় করে।
View Answer Discuss in Forum Workspace Report

135 . অরিকে দমন করে যে (এক কথায় প্রকাশ করুন)

  • অরিকে দমন করে যে = অরিন্দম।
View Answer Discuss in Forum Workspace Report