শিক্ষার প্রধান উদ্দেশ জ্ঞান অর্জন করা। কিন্তু কেবল পাঠ্য বই ও পরীক্ষা পাস নির্ভর হলে সে শিক্ষা ফলপ্রসূ হয় না। তা জ্ঞানী ও গুণীর জন্ম দিতে পারে না। দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের প্রয়োজন তরুনসমাজকে জ্ঞানের সাধনায় অনুপ্রাণিত করা। প্রথমে কষ্টকর হলেও পরিনামে তা তরুন্সমাজকে আলোকিত করবে এবং তাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে।
২০১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, এটি মোট শ্রমশক্তির ৪০.৬ ভাগ যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান ১৪.১০ শতাংশ। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য।