1396 . ‘মাছেরা আকাশে ওড়ে।’ বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
- A. আকাঙ্ক্ষা
- B. আসত্তি
- C. যােগ্যতা
- D. পদক্রম
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1397 . ‘এমন তাে আর শুনি নাই।’ এটিকে জটিল বাক্য আকারে লিখলে কী হয়?
- A. যা শুনেছি তা এমন নয়।
- B. এখনকার মতাে শুনি নাই।
- C. এখন পর্যন্ত শুনি নাই।
- D. এখনও আমি শুনি নাই।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1398 . ‘‘লােকটি গরীব কিন্তু সৎ।”-কী ধরনের বাক্য?
- A. সরল
- B. জটিল
- C. যৌগিক
- D. মিশ্র
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1399 . কোন বাক্যে অসমান কর্তা আছে?
- A. সে যেতে যেতে থেমে গেল।
- B. সে কেঁদে কেঁদে বলল।
- C. সে গান করতে পারে।
- D. সে এলে আমি যাব।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (05-11-2021)
More
1400 . ‘সারাদিন আমি যেন ভালাে হয়ে চলি।’ বাক্যটি—
- A. সন্দেহবাচক
- B. অনুজ্ঞাবাচক
- C. কার্যকারণবাচক
- D. ইচ্ছাবাচক
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1401 . ‘লােকটি দরিদ্র হলেও সৎ’-বাক্যটির যৌগিক রূপ কী?
- A. লােকটি দরিদ্র এবং সৎ
- B. লােকটি দরিদ্র কিন্তু সৎ
- C. লােকটি যদিও দরিদ্র তবুও সৎ
- D. যদিও লােকটি দরিদ্র বটে তথাপি সৎ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1402 . ‘ব্যাপারটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে ফল ভালাে হবে না’- কোন ধরনের বাক্য?
- A. বিশেষ্য স্থানীয় আশ্রিত বাক্য
- B. বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
- C. ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
- D. যৌগিক বাক্য
View Answer | Discuss in Forum | Workspace | Report |
E ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More
1403 . কোনটি জটিল বাক্য?
- A. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
- B. তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
- C. স্টেশনে পৌছলাম, আর ট্রেনটিও ছেড়ে দিল।
- D. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
E ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More
1404 . ‘সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’--- কোন ধরনের বাক্য?
- A. অনুজ্ঞাবাচক
- B. প্রার্থনাবাচক
- C. জটিল
- D. ইচ্ছাবাচক
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1405 . ‘পরীক্ষা ভালাে না হলে ভর্তি হওয়া যাবে না।’ কোন ধরনের বাক্য?
- A. জটিল
- B. সরল
- C. যৌগিক
- D. অনুজ্ঞা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1406 . ‘একাজ কারা ঠিক হয় নি।’ কোন ধরনের বাক্য?
- A. বিস্ময়সূচক
- B. অনুজ্ঞাসচূক
- C. প্রার্থনাসূচক
- D. বিবৃতিমূলক
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1407 . ‘পরীক্ষা ভালাে হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে।’ কোন ধরনের বাক্য?
- A. সরল
- B. জটিল
- C. যৌগিক
- D. নেতিবাচক
- E. অনুজ্ঞাবাচক
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1408 . কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?
- A. খুব শীত লাগছে।
- B. মনটা ভালাে নেই আমার।
- C. করিম স্কুলে যায়।
- D. আজ প্রচণ্ড গরম।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
1409 . ‘দোষ স্বীকার কর, তােমাকে কোন শাস্তি দিব না’ বাক্যটি কোন ধরনের?
- A. সরল
- B. যৌগিক
- C. মিশ্র
- D. কোনােটিই নয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
C Unit : 2021-2022 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2021
More
1410 . ‘তাঁরাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদবাকী সকলেই পারিবারিক।’ কোন বাক্যের উদাহরণ এটি?
- A. সরুল
- B. জটিল
- C. যৌগিক
- D. অবেগসূচক
View Answer | Discuss in Forum | Workspace | Report |