31 . Ctrl+X=? (কী বোর্ডের শর্ট কমান্ডটির কাজ লিখুন)
- Ctrl + X = Cut করা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
32 . Ctrl+Z= ? (কী বোর্ডের শর্ট কমান্ডটির কাজ লিখুন)
- Ctrl + Z = Undo করা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
33 . F5=? (কী বোর্ডের শর্ট কমান্ডটির কাজ লিখুন)
- F5 = উইন্ডো রিফ্রেশ করা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
34 . Ctrl+K=? (কী বোর্ডের শর্ট কমান্ডটির কাজ লিখুন)
- Ctrl + K = হাইপারলিঙ্ক তৈরি করা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
35 . Ctrl+A=? (কী বোর্ডের শর্ট কমান্ডটির কাজ লিখুন)
- Ctrl + A = ওয়ার্ডে সম্পন্ন লেখা সিলেক্ট করতে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
36 . কী বোর্ড, মাউস কোন ধরনের ডিভাইস?
- কীবোর্ড, মাউস ইনপুট ডিভাইস
View Answer | Discuss in Forum | Workspace | Report |
37 . সফটওয়্যারে কোডে ত্রুটি খুজে বের করার প্রক্রিয়াটিকে কি বলা হয়?
- সফটওয়্যারে কোডে ত্রুটি খুজে বের করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
38 . ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়?
- ডাটা ট্রান্সমিশনের স্পিডকে ব্যান্ড উইথ বলে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
39 . কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপগুলি সাধারণত কি দিয়ে তৈরি হয়?
- কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপগুলো সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
40 . অনুবাদ প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে?
- অনুবাদ প্রোগ্রাম ছাড়া কম্পিউটার যান্ত্রিক ভাষা সরাসরি বুঝতে পারে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
41 . এনালগ ও ডিজিটাল সিগনাল এর মধ্যে পার্থক্য লিখুন।
-
১। একটি অ্যানালগ সংকেত একটি অবিচ্ছিন্ন তরঙ্গ যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল হল একটি তরঙ্গ তরঙ্গ যা বাইনারি আকারে তথ্য বহন করে।
২। একটি এনালগ সংকেত একটি সাইন ওয়েভ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বর্গ তরঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।
৩। একটি অ্যানালগ সংকেত প্রশস্ততা, সময়কাল বা ফ্রিকোয়েন্সি এবং পর্যায় দ্বারা বর্ণিত হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বিট রেট এবং বিট অন্তর দ্বারা বর্ণিত হয়।
৪। অ্যানালগ সিগন্যালের কোনও নির্দিষ্ট ব্যাপ্তি নেই। অন্যদিকে ডিজিটাল সিগন্যালের একটি সসীম সংখ্যা অর্থাৎ ০ এবং ১ রয়েছে।
৫। একটি অ্যানালগ সংকেত আরও বিকৃতির প্রবণতা। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বিকৃতি কম প্রবণ হয়।
৬। একটি অ্যানালগ সংকেত একটি তরঙ্গ আকারে ডেটা প্রেরণ করে। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বাইনারি আকারে ডেটা বহন করে অর্থাত ০ ন্যাড ১।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
42 . ভার্চুয়াল মেমোরি বলতে কী বোঝায়? ফ্লাশ মেমোরি এর বৈশিষ্ট্য লিখুন।
-
ভার্চুয়াল মেমোরি হল এমন একটি মেমরি ম্যানেজমেন্ট কৌশল যার মাধ্যমে একটি কম্পিউটারে তার প্রকৃত মেমোরির চেয়ে বেশি মেমোরি ব্যবহার করা যায়। মেইন মেমোরি সীমিত থাকা সত্বেও ভার্চুয়াল মেমোরির মাধ্যমে অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় মেমোরি সরবারাহ করে থাকে।
ফ্ল্যাশ মেমরি হল একটি ইলেকট্রনিক নন-ভোলাটাইল কম্পিউটার মেমরিস্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। দুটি প্রধান ধরনের ফ্ল্যাশ মেমরি, NOR ফ্ল্যাশ এবং NAND ফ্ল্যাশ , NOR এবং NAND লজিক গেটগুলির জন্য নামকরণ করা হয়েছে। উভয়ই একই সেল ডিজাইন ব্যবহার করে, যার মধ্যে ফ্লোটিং-গেট MOSFETs রয়েছে।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
43 . প্যারালাল ও মাল্টি প্রসেসিং এর সংজ্ঞা লিখুন।
-
যখন কতকগুলো রেজিস্টরকে এমনভাবে সংযোগ করা হয় যাতে এদের একপ্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আর একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে।
মাল্টিপ্রসেসিং , কম্পিউটিং, অপারেশনের একটি মোড যেখানে একটি কম্পিউটারে দুই বা ততোধিক প্রসেসর একই সাথে দুই বা ততোধিক ভিন্ন অংশ প্রক্রিয়া করে প্রোগ্রাম (নির্দেশের সেট)।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
44 . OSI মডেল এর বিভিন্ন লেয়ারে ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসগুলোর নাম লিখুন।
-
OSI মডেল-এর বিভিন্ন লেয়ারে ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসগুলোর নামগুলো হলো ঃ
১. রিসোর্স শেয়ারিং ও ফাইলের এক্সেস বাদ দেয়া
২. রিমোট ফাইল অ্যাক্সেস
৩. ইন্টারপ্রসেস কম্যুনিকেশন (IPC)
৪. রিমোট প্রসেজিউর কল (RPC) সাপোর্ট
৫. নেটওয়ার্ক ম্যানেজমেন্ট
৬. ডিরেক্টরি সার্ভিসেস
৭. ইলেকট্রনিক মেসেজিং ইত্যদি।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
45 . আনগাইডেড মিডিয়া কাকে বলে? সেটেলাইট কমিউনিকেশন এর বৈশিষ্ট্য লিখুন।
-
আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া, যাকে ওয়্যারলেস মিডিয়াও বলা হয়, ভৌত তারের ব্যবহার ছাড়াই বাতাসের মাধ্যমে ডেটা প্রেরণ করতে ব্যবহৃত হয় ।
কমিউনিকেশন স্যাটেলাইটগুলি বিস্তৃত রেডিও এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। সংকেত হস্তক্ষেপ এড়াতে, আন্তর্জাতিক সংস্থাগুলির নিয়ম রয়েছে যার জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা "ব্যান্ড" নির্দিষ্ট সংস্থাগুলিকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। ব্যান্ডের এই বরাদ্দ সিগন্যাল হস্তক্ষেপের ঝুঁকি কমিয়ে দেয়।
View Answer | Discuss in Forum | Workspace | Report |