১। একটি অ্যানালগ সংকেত একটি অবিচ্ছিন্ন তরঙ্গ যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল হল একটি তরঙ্গ তরঙ্গ যা বাইনারি আকারে তথ্য বহন করে।
২। একটি এনালগ সংকেত একটি সাইন ওয়েভ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বর্গ তরঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।
৩। একটি অ্যানালগ সংকেত প্রশস্ততা, সময়কাল বা ফ্রিকোয়েন্সি এবং পর্যায় দ্বারা বর্ণিত হয়। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বিট রেট এবং বিট অন্তর দ্বারা বর্ণিত হয়।
৪। অ্যানালগ সিগন্যালের কোনও নির্দিষ্ট ব্যাপ্তি নেই। অন্যদিকে ডিজিটাল সিগন্যালের একটি সসীম সংখ্যা অর্থাৎ ০ এবং ১ রয়েছে।
৫। একটি অ্যানালগ সংকেত আরও বিকৃতির প্রবণতা। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বিকৃতি কম প্রবণ হয়।
৬। একটি অ্যানালগ সংকেত একটি তরঙ্গ আকারে ডেটা প্রেরণ করে। অন্যদিকে একটি ডিজিটাল সিগন্যাল বাইনারি আকারে ডেটা বহন করে অর্থাত ০ ন্যাড ১।
ভার্চুয়াল মেমোরি হল এমন একটি মেমরি ম্যানেজমেন্ট কৌশল যার মাধ্যমে একটি কম্পিউটারে তার প্রকৃত মেমোরির চেয়ে বেশি মেমোরি ব্যবহার করা যায়। মেইন মেমোরি সীমিত থাকা সত্বেও ভার্চুয়াল মেমোরির মাধ্যমে অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় মেমোরি সরবারাহ করে থাকে।
ফ্ল্যাশ মেমরি হল একটি ইলেকট্রনিক নন-ভোলাটাইল কম্পিউটার মেমরিস্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। দুটি প্রধান ধরনের ফ্ল্যাশ মেমরি, NOR ফ্ল্যাশ এবং NAND ফ্ল্যাশ , NOR এবং NAND লজিক গেটগুলির জন্য নামকরণ করা হয়েছে। উভয়ই একই সেল ডিজাইন ব্যবহার করে, যার মধ্যে ফ্লোটিং-গেট MOSFETs রয়েছে।
যখন কতকগুলো রেজিস্টরকে এমনভাবে সংযোগ করা হয় যাতে এদের একপ্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আর একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে।
মাল্টিপ্রসেসিং , কম্পিউটিং, অপারেশনের একটি মোড যেখানে একটি কম্পিউটারে দুই বা ততোধিক প্রসেসর একই সাথে দুই বা ততোধিক ভিন্ন অংশ প্রক্রিয়া করে প্রোগ্রাম (নির্দেশের সেট)।
আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া, যাকে ওয়্যারলেস মিডিয়াও বলা হয়, ভৌত তারের ব্যবহার ছাড়াই বাতাসের মাধ্যমে ডেটা প্রেরণ করতে ব্যবহৃত হয় ।
কমিউনিকেশন স্যাটেলাইটগুলি বিস্তৃত রেডিও এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। সংকেত হস্তক্ষেপ এড়াতে, আন্তর্জাতিক সংস্থাগুলির নিয়ম রয়েছে যার জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা "ব্যান্ড" নির্দিষ্ট সংস্থাগুলিকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। ব্যান্ডের এই বরাদ্দ সিগন্যাল হস্তক্ষেপের ঝুঁকি কমিয়ে দেয়।
অপারেটিং সিস্টেম (OS) , একটি প্রোগ্রাম যা কম্পিউটারের সংস্থানগুলি পরিচালনা করে, বিশেষ করে অন্যান্য প্রোগ্রামগুলির মধ্যে সেই সংস্থানগুলির বরাদ্দ।
লিনাক্স বা গ্নু/লিনাক্স (ইংরেজি: GNU/Linux) বলতে লিনাক্স কার্নেলের সাথে বিশেষত গ্নু ও অন্যান্য উপাদানের সংমিশ্রণে প্যাকেজ করা অপারেটিং সিস্টেম এর একটি পরিবারকে বুঝায়।
বাইনারি সার্চ অ্যালগরিদম (Binary search algorithm) হলো কম্পিউটার সাইন্সের (Computer Science) কিছু ফান্ডামেন্টাল অ্যালগরিদম গুলোর মধ্যে অন্যতম। এই অ্যালগরিদমটি দিয়ে একটি সর্টেড অ্যারেতে (ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট) একটি ইলিমেন্ট আছে কিনা তা সময় এ খুঁজে বের করা যায়।
সি প্রোগ্রামিং এ অনেক প্রকারের ডাটা টাইপ আছে। তার মধ্য প্রধান চারটি হচ্ছেঃ
1.int data type
2.char data type
3.float data type
4.double data type
আরেকটা ডেটা টাইপ হচ্ছে void, যাকে ভ্যালুলেস ডেটা টাইপ বলে। 1. int data type:
int data type বলতে integer quantity (অবিভাজ্য সংখা যেমনঃ ১, ২, ৩ ইত্যাদি) বুঝায়। এর সাইজ ২ বাইট বা ১৬ বিট (১বাইট=৮বিট) এবং রেঞ্জঃ -৩২৭৬৮ থেকে +৩২৭৬৭ পর্যন্ত। কিছু কিছু কম্পাইলারে int ডেটার জন্য ৪ বাইট মেমরি দেয়। অর্থাৎ একটা int ডেটা টাইপের জন্য সর্বোচ্চ ৪ বাইট ডেটা রাখা যাবে। যার রেঞ্জ হচ্ছে -2,147,483,648 থেকে 2,147,483,647। এ রেঞ্জ এর মানে হচ্ছে এর থেকে বড় মানের সংখ্যা যদি আমরা কোন ইন্টিজার ডেটা টাইপ ভ্যারিয়েবলে সেট করি তাহলে কম্পাইলার সঠিক মান দিবে না। সাইজ এবং রেঞ্জ কম্পাইলার অনুযায়ী ভিন্ন হতে পারে। 2.char data type :
char data type বলতে single character ( একটি বর্ন যেমন a, b, z, A, N ইত্যাদি) বুঝায়। এর সাইজ ১ বাইট বা ৮ বিট। বিট (১বাইট=৮বিট) এবং রেঞ্জঃ -১২৮ থেকে +১২৭ পর্যন্ত। আমাদের কীবোর্ডের প্রত্যেকটি চিহ্নই এক একটা character। 3.float data type: float data type বলতে floating point number (দশমিক সংখা যেমনঃ ১০.৫, ১.৮, ৫.৬ ইত্যাদি) বুঝায়। floating point ডেটা টাইপ দশমিকের পর ৬ ঘর পর্যন্ত নির্ভুল ভাবে কোন নাম্বার সংরক্ষণ করতে পারে। 3.double data type :
double data type বলতে Double precision floating point number বুঝায়।এটা float data type এর মতোই তবে সাইজ বিশাল। এর সাইজ ৮ বাইট বা ৬৪ বিট। এবং এটি দশমিকের পর ১৫ ঘর পর্যন্ত নির্ভুল মান সংরক্ষণ করতে পারে।