8356 . দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর 8, গুণফল 3, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
- A. 8
- B. 10
- C. 13
- D. 25
![]() |
![]() |
![]() |
জনপ্রশাসন মন্ত্রণালয় ।। ব্যক্তিগত কর্মকর্তা (27-06-2016)
More
8357 . দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
- A. ১৪, ৮
- B. ১৫, ৫
- C. ১২, ৬
- D. ১৩, ৯
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
More
8358 . দুটি ধন্যাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল হবে--
- A. ১০
- B. ১৫
- C. ১৮
- D. ২১
![]() |
![]() |
![]() |
8359 . দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
- A. ১৮ এবং ১২ মিনিট
- B. ২৪ এবং ১২ মিনিট
- C. ১৫এবং ১২ মিনিট
- D. ১০ এবং ১৫ মিনিট
![]() |
![]() |
![]() |
২০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (11-12-1998)
More
8360 . দুটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে?
- A. ৮ মিনিট পরে
- B. ৬ মিনিট পরে
- C. ১০ মিনিট পরে
- D. ৪ মিনিট পরে
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় || পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক (15-12-2002)
More
8361 . দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
- A. একটি
- B. দুইটি
- C. তিনটি
- D. অসংখ্য
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২৫.০৫.২০১২
More
8362 . দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
- A. ২টি
- B. ১টি
- C. ৩টি
- D. ৪টি
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(যমুনা-03) (12-04-2013)
More
8363 . দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রী হলে অপরটির মান কত?
- A. ৫৫
- B. ১২০
- C. ১৮০
- D. ১৫৫
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-02) (23-06-2019)
More
8364 . দুটি পাইপ A এবং B একযোগে ১২ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। B পাইপ দ্বারা ট্যাংকটি পূরণ করতে কত সময় লাগবে?
- A. ২০ ঘণ্টা
- B. ২৫ ঘণ্টা
- C. ৩০ ঘণ্টা
- D. ৩৫ ঘণ্টা
![]() |
![]() |
![]() |
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-ফিল্ড অফিসার-০৮.১০.২০২১
More
8365 . দুটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। পাইপ দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেয়ায় ট্যাংক পূর্ণ হতে আরোও ৬ মিনিট সময় লাগল।
- A. ১৮ ও ১২
- B. ২৪ ও ১২
- C. ১৫ ও ১২
- D. ১০ ও ১৫
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-১৪.০২.২০১৪ || 2014
More
8366 . দুটি পূরক কোণের সমষ্টি কত?
- A. ৭৫°
- B. ১৫০°
- C. ১২০°
- D. ৯০°
![]() |
![]() |
![]() |
8367 . দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে?
- A. 90°
- B. 60°
- C. 0°
- D. 45°
![]() |
![]() |
![]() |
8368 . দুটি বাস ঘণ্টায় ২০ কিমি বেগে একই সময়ে গাবতলী হতে আরিচার উদ্দেশ্যে রওনা হল। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। কিন্তু অপর বাসটি চলতে থাকল। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার ২৫ কিমি/ঘন্টা বেগে চলতে শুরু করল। সাভার হতে কত দূরে বাস দুটি আবার মিলিত হবে?
- A. ৪০ কিঃ মিঃ
- B. ৫০ কিঃ মিঃ
- C. ৬০ কিঃ মিঃ
- D. ৫৫ কিঃ মিঃ
![]() |
![]() |
![]() |
8369 . দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি কী আঁকা যায়?
- A. সরল রেখা
- B. বক্র রেখা
- C. সমরেখ বিন্দু
- D. প্রান্ত বিন্দু
![]() |
![]() |
![]() |
বস্ত্র অধিদপ্তর || অফিস সহায়ক (19-01-2024)
More
8370 . দুটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে?
- A. তাদের ব্যাসের যোগফলের সমান
- B. তাদের ব্যাসার্ধের যোগফলের সমান
- C. বৃহত্তর বৃত্তের ব্যাসের সমান
- D. উপরের সবগুলিই সঠিক
![]() |
![]() |
![]() |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (সহকারী ব্যবস্থাপক) 08-01-2021
More