16 . ক, খ এবং গ তিন ভাই। ক হলো খ এর ভাই এবং খ, গ এর ভাই। তবে, গ কি ক এর ভাই?
-
দেওয়া আছে:
- ক হলো খ-এর ভাই।
- খ হলো গ-এর ভাই।
যেহেতু খ ক-এর ভাই এবং খ গ-এর ভাই, সুতরাং ক, খ, এবং গ একই পরিবারে ভাই হতে হবে।
অতএব, গ অবশ্যই ক-এর ভাই।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
17 . 5x 3 = 2x + 12 সমীকরণের জন্য x এর মান নির্ণয় করুন।
-
5x - 3 = 2x + 12
বা, 3x = 15
∴ x = 5 (Answer)
View Answer | Discuss in Forum | Workspace | Report |
18 . একজন ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা ধরে ১২০০ ডিম ক্রয় করার পরে এক তৃতীয়াংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কী দরে বিক্রি করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
-
৮ টাকা দরে ১২০০টি ডিমের দাম = ১২০০ ×× ৮ = ৯৬০০ টাকা
ডিম পঁচে গেল (১২০০ এর ১/৩) টি = ৪০০ টি
অবশিষ্ট ডিম রইল = ১২০০ - ৪০০ = ৮০০টি
৮০০টি ডিম বিক্রি করতে হবে ৯৬০০ টাকায়
১টি “ ” “ ” ৯৬০০/৮০০
= ১২ টাকায়
উত্তর: ১২ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
19 . একটি ত্রিভুজের দুটি কোণ 45° ও 50° হলে তৃতীয় কোণটি কত ডিগ্রী?
-
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ ৩য় কোণের পরিমাণ = {180° (45° + 50°)}
= 85° (Ans)
View Answer | Discuss in Forum | Workspace | Report |
20 . AB = 3 BC = 5 CD = 7 হলে, AD = কত?
-
AB = 3(1 + 2 = 3)
BC = 5(2 + 3 = 5)
CD = 7(3 + 4 = 7)
∴ AD = 1 + 4 = 5 (Ans)
View Answer | Discuss in Forum | Workspace | Report |
21 . আসাদ সাহেবের ৪ জন ছেলে আছে, প্রত্যেক ছেলের একজন করে বোন আছে। আসাদ সাহেবের মোট কতজন সন্তান?
-
আসাদ সাহেবের ৪ জন ছেলে এবং প্রত্যেক ছেলের একজন করে বোন আছে,
অর্থাৎ ৪ ভাইয়ের বোন ১ জনই। তাই আসাদ সাহেবের মোট সন্তান হলো = (৪ জন ছেলে + ১ জন মেয়ে) = ৫ জন।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
22 . আসাদ সাহেবের ৪ জন ছেলে আছে, প্রত্যেক ছেলের একজন করে বোন আছে। আসাদ সাহেবের মোট কতজন সন্তান?
-
আসাদ সাহেবের ৪ জন ছেলে এবং প্রত্যেক ছেলের একজন করে বোন আছে,
অর্থাৎ ৪ ভাইয়ের বোন ১ জনই। তাই আসাদ সাহেবের মোট সন্তান হলো = (৪ জন ছেলে + ১ জন মেয়ে) = ৫ জন।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
23 . ভাই ও বোনের বর্তমান বয়স যথাক্রমে ২২ বছর ও ১৮ বছর। ভাইয়ের বয়স যখন দ্বিগুণ হবে তখন বোনের বয়স কত হবে?
-
ভাইয়ের বর্তমান বয়স ২২ বছর।
বয়স দ্বিগুণ হলে ভাইয়ের বয়স হবে = (২২ ×× ২) = ৪৪ বছর;
অর্থাৎ (৪৪-২২)=২২ বছর পর ভাইয়ের বয়স দ্বিগুণ হবে এবং তখন বোনের বয়স হবে = (১৮ + ২২) বছর
= ৪০ বছর।
View Answer | Discuss in Forum | Workspace | Report |
24 . 2 × 4 = 10 , 3 × 5 = 18 , 4 × 6 = 28 হলে 6 × 8 = কত?
-
এখানে,
2 × 4 = 8 + 2 = 102 × 4 = 8 + 2 = 10
3 × 5 = 15 + 3 = 183 × 5 = 15 + 3 = 18
4 × 6 = 24 + 4 = 28
View Answer | Discuss in Forum | Workspace | Report |
25 . 2, 3, 5, 8, 12, 17,_ সিরিজটির পরবর্তী সংখ্যা কত?
-
এখানে,
2+1=3
3+2=5
5+3=8
8+4=12
12+5=17
17+6=23
View Answer | Discuss in Forum | Workspace | Report |
26 . একটি গাড়ি ঘণ্টায় 60 কি.মি বেগে কিছু পথ এবং ঘণ্টায় 40 কি.মি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট ৫ ঘণ্টায় 240 কি.মি পথ অতিক্রম করলে, ঘণ্টায় 60 কি.মি বেগে কতদূর গিয়েছে?
-
ধরি,
৬০ কিমি বেগে ক কিলোমিটার যায়
৪০ কিমি বেগে ( ২৪০ - ক) কিলোমিটার যায়
৬০ কিমি যায় ১ ঘন্টায়
ক কিমি যায় ক/৬০ ঘন্টায়
(২৪০ - ক) কিমি যায় = ২৪০ - ক /৪০ ঘন্টায়
ক/৬০ + ২৪০ - ক/৪০ = ৫
- ক + ৭২০ = ৬০০
- ক = ৬০০ - ৭২০
ক = ১২০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
27 . দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
-
মনে করি, বড় সংখ্যা ক এবং ছোট সংখ্যাটি খ
১ম শর্তে, ক + খ = ১৫ ……………….. (২)
২য় শর্তে, ক - খ = ১৩ ……………….. (১)
(১) নং সমীকরণের সাথে (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ২৮, বা, ক ÷÷ ২ ∴ ক = ১৪
ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
১৪ + খ = ১৫ ∴ খ = ১
সুতরাং ছোট সংখ্যাটি ১
View Answer | Discuss in Forum | Workspace | Report |
28 . ৪ ৫ ÷ ৫ এ র ৩ + ২ × ৭ = কত?
-
৪৫ ÷ ৫ এর ৩+২×৭
= ৪৫ ÷ ১৫+২×৭
= ৩+২×৭
= ৩ + ১৪
View Answer | Discuss in Forum | Workspace | Report |
29 . ৮ ৩ ৬ ÷ ০ = ক ত ?
- ৮৩৬ ÷ ০ = অনির্ণেয় কেননা,শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না!
View Answer | Discuss in Forum | Workspace | Report |
30 . ২ ডেকাগ্রাম = কত ডেসিগ্রাম?
-
১ ডেকাগ্রাম ২০১ ডেসিগ্রাম
২ ডেকাগ্রাম = ২ × × ১০০ = ২০০ ডেসিগ্রাম
View Answer | Discuss in Forum | Workspace | Report |