421 . ত্রিশঙ্কু অবস্থা (বাগধারা লিখুন)

  • ত্রিশঙ্কু অবস্থা (বাগধারা):

    অর্থ:  দুই বিপরীত অবস্থার মধ্যে আটকে থাকা, কোন দিকেই এগোতে না পারা বা দোলাচলের পরিস্থিতি।

    ত্রিশঙ্কু অবস্থা = উভয় সংকট, মধ্যাবস্থা, দোটানা অবস্থা।

    উৎপত্তি:  পুরাণ অনুযায়ী, ত্রিশঙ্কু ছিলেন এক রাজা, যিনি জীবিত অবস্থায় স্বর্গে যেতে চেয়েছিলেন। ঋষি বিশ্বামিত্র তার জন্য এই চেষ্টা করেছিলেন, কিন্তু দেবতারা তাকে স্বর্গে গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে ত্রিশঙ্কু পৃথিবী ও স্বর্গের মাঝখানে ঝুলতে থাকেন। এই ঘটনার থেকেই "ত্রিশঙ্কু অবস্থা" বাগধারার উৎপত্তি।

    অর্থ প্রসঙ্গে:  কোনো সিদ্ধান্তহীন পরিস্থিতিতে বা দুই বিপরীত অবস্থার মধ্যে আটকে পড়ার পরিস্থিতি বোঝাতে এই বাগধারা ব্যবহার করা হয়।

View Answer Discuss in Forum Workspace Report

422 . ভাব সম্প্রসারণ করুন: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোড়ে।

  • মূলভাব: সৌন্দর্য প্রকৃতির এক অসামান্য উপহার এ সৌন্দর্য কোথায় বিশিষ্টতা অর্জন করতে সক্ষম, তা প্রকৃতিই নির্ধারণ করে দেয়। এর ব্যতিক্রম ঘটলে সৌন্দর্য ম্লান হয়ে যায়।  সম্প্রসারিত ভাব : প্রত্যেকটি সৃষ্টিই পরিবেশের পটভূমির ওপর নিজের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলে. যথাস্থানেই তাকে সুন্দর ও সাবলীল দেখায় । যেমন: বুনো মানুষের স্বভাব, চরিত্র, আচার-আচরণ স্বাভাবিক নিয়মে বনের মধ্যেই সুন্দরভাবে বিকাশ লাভ করে থাকে । কিন্তু তারা যদি আধুনিক সভ্যতার আলোকে আলোকিত শহরে আসে তবে তাদের জীবন কুৎসিত বলেই প্রতীয়মান হয় । ঠিক তেমনই মায়ের কোলে শিশুকে যেমন সুন্দর লাগে, অন্য কারও কোলে তত সুন্দর মানায় না। এজন্যে অনেক বড় বড় শিল্পী মা ও শিশুর ছবি এঁকেছেন, যেখানে শিশুকে মাতৃক্রোড়েই দেখানো হয়েছে । লিওনার্দো দ্যা ভিঞ্চি এবং পাবলো পিকাসো ছাড়া আরও অনেক ক্লাসিক্যাল ও আধুনিক শিল্পী শিশুকে মাতৃক্রোড়েই স্থান দিয়েছেন। শিশুর জন্য তার মায়ের কোলই উপযুক্ত জায়গা । এটা প্রকৃতির চিরায়ত নিয়ম । আবার বন্য প্রাণীদেরকে বনে যেমন সুন্দর সৌন্দর্য বিকশিত হবে না। কাজেই প্রাকৃতিক নিয়মে যে যেখানে সুন্দর তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। সেখানেই তার মুক্তি, সেখানেই তার সহজ সাবলীল ও স্বাধীন সুন্দর প্রকাশ । তাই মনীষীরা বলেন, “যার যেখানে স্থান তাকে সেখানে থাকতে দাও ।’ কেননা যে যেখানে যে পরিবেশে প্রতিপালিত হয়, তাকে সেখানেই সুন্দর মানায় ।   প্রতিটি সৌন্দর্যেরই একটা নির্দিষ্ট স্থান রয়েছে । সেই নির্দিষ্ট স্থান এবং পরিবেশেই তা যথার্থ বিকাশ লাভ করে, অন্যত্র নয়।
View Answer Discuss in Forum Workspace Report

423 . অষ্টরম্ভা (অর্থসহ বাক্য রচনা করুন)

  • অষ্টরম্ভা (ফাঁকি দেয়া) মিষ্টি মিষ্টি কথা বলে রাজু আমাকে অষ্টরম্ভা দিয়েছে।
View Answer Discuss in Forum Workspace Report

424 . 'একাত্তরের ডায়েরী' গ্রন্থের লেখক কে?

  • 'একাত্তরের ডায়েরী' গ্রন্থের লেখক সুফিয়া কামাল
View Answer Discuss in Forum Workspace Report

425 . আষাঢ়ে বাদল নামে। (বিভক্তিসহ কারক নির্ণয় করুন)

  • আষাঢ়ে বাদল নামে।= অধিকরণে সপ্তমী।
View Answer Discuss in Forum Workspace Report

426 . পুলিশ চোর ধরেছে। (বিভক্তিসহ কারক নির্ণয় করুন:)

  • পুলিশ চোর ধরেছে।= কর্তৃকারকে শূন্য।
View Answer Discuss in Forum Workspace Report

427 . ছাদ দিয়া পানি পড়ে। (বিভক্তিসহ কারক নির্ণয় করুন:)

  • ছাদ দিয়া পানি পড়ে।= অপাদানে তৃতীয়া।
View Answer Discuss in Forum Workspace Report

428 . "কমলাপুর রেলওয়ে স্টেশন" বিষয়ে ১০ টি বাক্য লিখুন।

  • কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দৈনিক ৫০টি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। দিন রাত সব সবসময় এখানে মানুষের যাতায়াত থাকে। যাত্রীদের সেবাদানের জন্য কমলাপুর স্টেশনে শতাধিক এবং বিভিন্ন বিভাগে বহুসংখ্যক কর্মচারি কর্মরত। এরপরও নানা সমস্যায় জর্জরিত কমলাপুর রেলওয়ে স্টেশন। যাত্রী বেড়েছে বহুগুণ। কমলাপুর স্টেশনের প্লাটফর্ম এর দৈর্ঘ্য ৯১৮.৪ মিটার।পূর্ব দিকের মানুষ মতিঝিল আসা-যাওয়া করে এ রেল লাইনের ওপর দিয়ে। রেল রাস্তা পারাপারের দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনের ওপর গড়ে তোলা হয় ওভারব্রিজ। বাংলাদেশের এটাই সর্ববৃহৎ রেল ওভারব্রিজ।বর্তমানে রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ চলছে।
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

430 . গোল করে পাকানো

  • গোল করে পাকানো = ভুল করা
View Answer Discuss in Forum Workspace Report

431 . ঘোড়ার দেখাশোনা করে যে

  • ঘোড়ার দেখাশোনা করে যে = এক কথায় সহিস
View Answer Discuss in Forum Workspace Report

432 . পিতৃতুল্য (ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন)

  • তৎপুরুষ সমাস
    পিতৃতুল্য = পিতার তুল্য  

View Answer Discuss in Forum Workspace Report

433 . গুরুজনে কর নতি (কারক ও বিভক্তি নির্ণয় করুন)

  • গুরুজনে কর নতি। = সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
View Answer Discuss in Forum Workspace Report

434 . ইনিয়ে বিনিয়ে (অর্থসহ বাক্য তৈরি করুন)

  • ইনিয়ে বিনিয়ে - ঘুরিয়ে ফিরিয়ে
    ঝরাপাতার দিনে ইনিয়ে-বিনিয়ে
View Answer Discuss in Forum Workspace Report

435 . বিন্দু বিসর্গ (অর্থসহ বাক্য তৈরি করুন)

  • বিন্দু-বিসর্গ=সামান্য পরিমান 
View Answer Discuss in Forum Workspace Report