466 . দৈন্যতা (বানান শুদ্ধ করে লিখুন)

  • তদ্রূপ, 'দৈন্য'/'দীনতা' শুদ্ধ। কিন্তু 'দৈন্যতা' অশুদ্ধ।
View Answer Discuss in Forum Workspace Report

467 . শিরচ্ছেদ (বানান শুদ্ধ করে লিখুন)

  •  শিরচ্ছেদ =শিরশ্ছেদ। শিরশ্ছেদ = শিরঃ + ছেদ।
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

469 . পোষ্টমাষ্টার (বানান শুদ্ধ করে লিখুন)

  • পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

477 . 'বিদ্রোহী' কবিতায় 'পুরান প্রসঙ্গ' সম্পর্কে বিশদ আলোচনা করুন।

  • পুরাণ ও মিথকে আশ্রয় করে সাহিত্য সৃষ্টি শুধু বাংলা সাহিত্যেই নয়, সমগ্র বিশ্বসাহিত্যের ইতিহাসে তা দৃষ্ট। বলা বাহুল্য,  সাহিত্যের অন্যান্য শাখার চাইতে কবিতাতেই এই পৌরাণিক অনুষঙ্গ ও মিথের ব্যবহার বেশি। বাংলা সাহিত্যও তার ব্যতিক্রম নয়। বাংলা কবিতার ক্ষেত্রেও আমরা দেখি পৌরাণিক নানান অনুষঙ্গকে কবিরা ব্যবহার করছেন।আমরা আজ আলোচনা করব নজরুলের কবিতায় পুরাণ ও মিথ ঐতিহ্যের মেলবন্ধন কিভাবে তাঁর কবিতাকে সামগ্রিকতা দান করেছে। নজরুল তাঁর অনেক কবিতাতেই এই পৌরাণিক অনুষঙ্গ ও মিথকে এক নতুন ভাবে রূপদান করেছেন।  তিনি পুরাণের প্রাচীন ঐতিহ্যকে আধুনিক পরিপ্রেক্ষিতে তাঁর কবিতায় স্থাপন করতে চেয়েছেন। বলা যেতে পারে,  পৌরাণিক অনুষঙ্গ ও মিথের ব্যবহার তাঁর কবিতায় অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে।  তিনি হিন্দু,  মুসলিম,  গ্রীক প্রভৃতি পুরাণ ও মিথ ঐতিহ্য কবিতায় এক নতুনভাবে ব্যবহার করেছেন। আমরা সেগুলোই এখন আলোচনা করে দেখে নেবো।
View Answer Discuss in Forum Workspace Report

478 . যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়।' কথাটির তাৎপর্য লিখুন।

  • 'যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায়'- কথাটি দিয়ে লেখক বুঝিয়েছেন, যার হূদয়ে ভয় আছে সে চারদিকে শুধু ভয়ই অনুভব করে। মানবহূদয়ে সত্য না থাকলে মিথ্যা এসে বাসা বাধে। মানুষ যদি মনে সত্যকে ধারণ করতে না পারে তবে মিথ্যা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়।
View Answer Discuss in Forum Workspace Report

479 . কবি বর্ণমালাকে দুঃখিনী বলে অভিহিত করেছেন কেন?

  • ১৯৬৮ সালের দিকে পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন আইয়ুব খান যার প্রতিবাদে আগস্টে ৪১ জন কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সংস্কৃতিকর্মী এর বিরুদ্ধে বিবৃতি দেন যাদের একজন ছিলেন শামসুর রাহমানও। কবি ক্ষুদ্ধ হয়ে লেখেন মর্মস্পর্শী কবিতা 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা'।
View Answer Discuss in Forum Workspace Report

480 . 'আঠারো বছর বয়স কী দুঃসহ' কেন?

  • আঠারো বছর বয়স জীবনের জন্য এক যুগসন্ধিক্ষণ। এ সময় আসে বিভিন্ন বাধা-বিপত্তি ও নানা ধরনের ঝুঁকি। তাই কবি এ বয়সকে দুঃসহ বলেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ‘আঠারো বছর বয়স’ কবিতায় মানবজীবনের আঠারো বছর বয়সটিকে দুঃসহ বলে অভিহিত করেছেন। কারণ এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে এই বয়সেই নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তরুণকে। আত্মনির্ভরশীলতার তাড়না তাকে এ সময় অস্থির করে তোলে। স্পর্ধিত সাহসে এই বয়সেই স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নেয় সে ।
View Answer Discuss in Forum Workspace Report